বাসা থেকে এভারকেয়ারে জোবাইদা ও জাইমা রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে পৌঁছান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তারা গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান। পরে বিকাল ৫.১৫ মিনিট নাগাদ তারা সেখানে পৌঁছান।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।
এদিন বিকালে ৩০০ ফিটের সমাবেশস্থলে আসেন তারেক রহমান এবং নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। সেখানের বক্তব্য শেষে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।
সেখান থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তাদের।
