Logo
Logo
×

রাজনীতি

শিবিরের নতুন সভাপতি নির্বাচিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

শিবিরের নতুন সভাপতি নির্বাচিত

ফাইল ছবি

সদ্য সমাপ্ত সেশনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।

শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের দেওয়া ভোটের ভিত্তিতে এ নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এখন পরবর্তী সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন। বর্তমানে সেই মনোনয়ন প্রক্রিয়া এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।

সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এরও আগে তিনি সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ ‘কেন্দ্রীয় দপ্তর সম্পাদক’ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।

শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধার স্বাক্ষর রাখা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করছেন।

নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর সংগঠনের তৃণমূল থেকে শুরু করে উচ্চপর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আগামীর ছাত্র রাজনীতিতে মেধা ও নৈতিকতার সমন্বয়ে নুরুল ইসলাম সাদ্দাম কী ধরনের ভূমিকা রাখেন, এখন সেটিই দেখার বিষয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম