|
ফলো করুন |
|
|---|---|
শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তার পরবর্তী গন্তব্যের পথে যাত্রা শুরু করেন।
নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন করতে ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রক করা হবে তারেক রহমানের। এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান।
বায়োমেট্রিক সম্পন্ন করার ৭ থেকে ২৪ ঘণ্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকা- ১৭ আসন, অর্থাৎ গুলশান এলাকার। পরে, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান।
তারেক রহমানের যাতায়াত পথজুড়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে শাহবাগ এলাকায় তাকে একনজর দেখতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তা সচল রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।
এদিকে নির্বাচন কমিশনের কাজ শেষে পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার একটি কর্মসূচি থাকলেও রোগী না থাকায় তা বাতিল করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের কাজ শেষে বিকেলে শ্বশুর বাড়ি ধানমণ্ডির মাহবুব ভবনে যাবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।
