Logo
Logo
×

রাজনীতি

রোববার মনোনয়নপত্র জমা দেবেন মামুনুল হক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

রোববার মনোনয়নপত্র জমা দেবেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ঢাকা-১৩ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেবেন।

তিনি রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এসময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা-১৩ আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ববি হাজ্জাজ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম