জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যাচ্ছে এনসিপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দুই দল যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
এ বিষয়ে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘জামায়াত বা ৮ দলের সঙ্গে জোট বা আসন সমঝোতার পক্ষে দলের ২১৪ জন কেন্দ্রীয় সদস্যের মধ্যে ১৮৪ জন সমর্থন দিয়েছেন, আর ৩০ জন আপত্তি জানিয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’
