মনোনয়ন সংগ্রহ, ঢাকা-১৭ আসনে ভোট করবেন তারেক রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
তারেক রহমান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির চমক বাড়ছে। ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মনোনয়ন ফরম নেওয়ার তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিএনপি দুদফায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ঢাকায় তিনটি আসন ফাঁকা রাখা হয়েছি।তার মধ্যে একটি ঢাকা-১৭।
গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে আসনটি গঠিত।গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল।তবে শেষ পর্যন্ত এই আসন থেকে পার্থ নির্বাচন করছেন না। তিনি মনোনয়ন ফরমও সংগ্রহ করেননি।
তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
তিনি এ বিষয়ে বলেন, ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন নির্বাসনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম।আমি তারেক ভাইর সম্মানে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। আমাদের সবার উচিত তারেক ভাইকে এই আসনে সমর্থন দেওয়া।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করবেন।

