Logo
Logo
×

রাজনীতি

নাহিদের সিদ্ধান্তে আস্থা এনসিপির দুই নেত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

নাহিদের সিদ্ধান্তে আস্থা এনসিপির দুই নেত্রীর

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপরই আস্থা রাখছেন দলটির যুগ্ম মূখ্য সমন্বয়ক ও সিরাজগঞ্জ-৩ আসনে দল মনোনীত প্রার্থী দিলশানা পারুল। যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুও দলীয় প্রধানের ওপর বিশ্বাস রাখতে চান। 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে পারুল এ কথা বলেন। আর মিতু ১৮ ঘণ্টা আগে পোস্ট দিয়ে এ কথা জানান।

এনসিপি থেকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। আজ পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। পরপর অন্যতম বড় দুই নেতার পদত্যাগের পর এনসিপিতে দ্বন্দ্ব প্রকট প্রকাশ্যে এসেছে। মূলত জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্যকে কেন্দ্র করে এই ফাটল।   

তবে দলের প্রতি আস্থা রেখে পোস্ট দিয়েছেন ডা. মাহমুদা মিতু। তিনি লেখেন, এই জুলাই এমনি এমনি আসেনি। এই নাহিদ ইসলামের থাইয়ের রক্ত জমাট দাগ আমরা ভুলিনি। we believe নাহিদ ইসলাম।

অন্যদিকে পারুল লেখেন, নাহিদের দুটি ছবি পোস্ট করে এনসিপির এই নেত্রী বলেন, নাহিদের এই ছবি দুইটা আমার খুব পছন্দের। আরো স্পেসিফিক করে বললে নাহিদের চোখ দুইটা দেখেন। 

ঠান্ডা তীব্র এবং আনঅ্যাপোলজেটিক। ছাত্র বয়সে দল ছাড়ার পর গত ২০ বছরে কাউকে আমার নেতা মানি নাই। নাহিদ আমার নেতা। এটা শুধু আবেগ বা হূমজিক্যাল বিষয় না। এইটা জেনে বুঝে আমার রাজনৈতিক সিদ্ধান্ত। 

নাহিদের সিদ্ধান্তের ওপর আস্থা আছে জানিয়ে দিলশানা পারুল বলেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল তৈরি করার বিকল্প আমাদের সামনে নাই। বহু ব্যর্থতা আছে, বহু সীমাবদ্ধতা আছে কিন্তু তারপরও এটাও সত্যি এই দলটা দাঁড়িয়ে আছে মাত্র দশ মাসে এই দলটা ইলেকশনে যাওয়ার মত সক্ষমতা অর্জন করেছে। আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের ওপর আমার সব ধরনের আস্থা আছে। পার্টি থাকলে পলিটিক্স দাঁড়াবে। 

পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায়? পাত্র না থাকলে আপনি জল ধারণ করবেন কোথায়? 

যখন এনসপির প্রভাবশালী কয়েকজন পদত্যাগের ঘোষণা দিলেন তখনই দিলশানা পারুল নিজের অবস্থানের কথা জানান দিলেন। 

উল্লেখ্য যে, শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সেই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করার ঘোষণা দেন।

এরপরেই রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম