Logo
Logo
×

আওয়ামী লীগ

ডেভিল হান্ট ফেজ-২

আ.লীগ ও ছাত্রলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ এএম

আ.লীগ ও ছাত্রলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার

প্রতীকী ছবি: যুগান্তর

দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপিসহ ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, চেক জালিয়াতি ও বিস্ফোরক মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। 

যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : রংপুরে ডেভিল হান্ট ফেজ টু অভিযানে ২৪ ঘণ্টায় ১০ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর জেলা ও মহানগর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান রাকিব, ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহাগ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহুবার রহমান মুকুল, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাজু মিয়া, কাউনিয়ার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন, হারাগাছ পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল হাসান সোহেল, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অহেদুল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সেকেন্দার আলী খান সুবা মেম্বার ও রংপুর মডেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহসান কবির ইমন ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির হোসেন সাগর। নালিতাবাড়ীতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ আল হাসান সৈকত ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ভট্টোকে গ্রেফতার করেছে পুলিশ। মনপুরায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার ও স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক বেলাল মেকারকে আটক করে পুলিশ। 

আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল বখতিয়ারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বাঘায় আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক ফজলু হক এবং আড়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। জামালগঞ্জে উপজেলা শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক সায়েম পাঠানকে গ্রেফতার করেছে পুলিশ। 

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইয়াছিন মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ইয়াছিন দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। কালিয়াকৈরে যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। সে ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

ফুলপুরে বালিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আল আমিনকে কানপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তারাকান্দায় কামারগাঁও ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। সাভারে যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে বিরুলিয়া এলাকার কালিয়াকৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। কালিহাতীতে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে গ্রেফতার করেছে পুলিশ। 

বিয়ানীবাজারে আওয়ামী লীগ নেতা তুতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে জানা গেছে। গৌরীপুরে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২নং গৌরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগ সম্পাদক। 

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খোকা মিয়া হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মামলার ২ নাম্বার আসামি তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩।  রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম