Logo
Logo
×

রাজনীতি

সিলেট-৬ আসনে মনোনয়ন জমা দিলেন ফয়সল আহমদ চৌধুরী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

সিলেট-৬ আসনে মনোনয়ন জমা দিলেন ফয়সল আহমদ চৌধুরী

ফয়সল আহমদ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফয়সল আহমদ চৌধুরী। সোমবার বিকালে সিলেট জেলা রিটানিং কর্মকর্তার কাছে  মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এর আগে এই আসনের প্রাথমিক মনোনয়ন এমরান আহমদ চৌধুরীকে দেওয়া হয়েছিল। তবে দল থেকে এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। 

ফয়সল আহমদ চৌধুরীর দাবি, ‘বিএনপি থেকে আমাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়নপত্র জমা দিয়েছি।’ 

যদিও এরআগে তিনি জানিয়েছিলেন, তাকে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি থেকে এখনো কাউকে এই আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়নি। প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে যাচাই-বাচাই করার পর পরবর্তী সময়ে দল থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম