খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন: ডা. জাহিদ
বাসস
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, ‘আমি গত পরশুদিন আপনাদেরকে বলেছিলাম উনি উনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন এবং সময় বলে দিবে উনি কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন।’
সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ২ টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ বলেন, ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি গত শুক্রবারই জানিয়েছিলেন যে খালেদা জিয়া তার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন।
তিনি উল্লেখ করেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটের এই সময়ে তার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ড. জোবায়দা রহমান, নাতি আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই, বড় বোনসহ অন্যান্য আত্মীয়-স্বজন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। অনেকে এখনো হাসপাতালে অবস্থান করছেন।’
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ হোসেন।
তিনি মেডিকেল বোর্ডের সদস্যদের নাম উল্লেখ করেন, যাদের মধ্যে রয়েছেন ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডা. জিয়াউল হক, প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, এজেডএম সালেহ, ডা. জাফর ইকবাল, ডা. মাসুম কামাল, প্রফেসর কেএম মহসিন ও প্রফেসর কেএম রেজা।
তিনি আরও বলেন, দেশের বাইরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর ডা. পেট্রিক টেনেরি, প্রফেসর ডা. জেনিফার ক্রস, প্রফেসর ডা. রিচার্ড, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান, ডা. রফিকউদ্দিন আহমেদ, জন হ্যামিল্টন, হামিদ রবসহ অন্যান্য চিকিৎসকরা ভার্চুয়ালি পরামর্শ দিচ্ছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, সকালে (সোমবার) মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে। এই অবস্থায় উনি অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন। কাজেই এই অবস্থায় উনার (খালেদা জিয়ার) পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।
এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান তার ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সোমবার রাত ১০টা ১০ মিনিটে তারা হাসপাতালে পৌঁছান।
গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর তারেক রহমান নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।
সোমবার সকাল, বিকাল ও রাতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এছাড়া আজ হাসপাতালে গিয়েছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।
পরে রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে।
খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই তার চিকিৎসা চলমান।
