জামালপুর-৫: আ’লীগে মনোনয়ন পেলেন মোজাফ্ফর হোসেন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮, ০৬:৪৩ এএম
আলহাজ ইঞ্জি. মোজাফ্ফর হোসেন সিআইপি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুর-৫ সদর আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন আলহাজ ইঞ্জি. মোজাফ্ফর হোসেন সিআইপি।
শিল্পপতি ইঞ্জি. মোজাফ্ফর হোসেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
রোববার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার হাতে মনোনয়নপত্র তুলে দেয়া হয়।
আওয়ামী লীগের ত্যাগী এ নেতাকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সদরবাসী।
ইঞ্জি. মোজাফ্ফর হোসেন নৌকা প্রতীক পাওয়ায় সদর উপজেলার লক্ষ্মীরচর, ইটাইল, ঘোড়াধাপ, শ্রীপুর, দিগপাইত, তিতপল্লা, রশিদপুর, শাহবাজপুরসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। ধুম পড়েছে মিষ্টি বিতরণের।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন।
