Logo
Logo
×

রাজনীতি

মেননের শপথ গ্রহণ স্থগিত চেয়ে রিট শুনানি বৃহস্পতিবার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৩:০৩ পিএম

মেননের শপথ গ্রহণ স্থগিত চেয়ে রিট শুনানি বৃহস্পতিবার

রাশেদ খান মেনন। ফাইল ছবি

ঢাকা-৮ আসনের মহাজোট প্রার্থী রাশেদ খান মেননের শপথ গ্রহণ স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।  

রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার রিটটি উপস্থাপন করলে আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।  

এর আগে মঙ্গলবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। একইসঙ্গে এই আসনে নির্বাচিত এমপি রাশেদ খান মেননের শপথ ও এর গেজেটের স্থগিতাদেশ চাওয়া হয়েছে রিটে। ইউনুছ আলী আকন্দ ওই আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, নির্বাচনে রাশেদ খান মেননের লোকজন নিজেরাই সিল মেরেছেন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। আমি বারবার নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পরও কমিশন কোনো পদক্ষেপ নেয়নি, যা সংবিধানের ৬৬ ধারার লঙ্ঘন।

রাশেদ খান মেনন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম