Logo
Logo
×

রাজনীতি

‘জাকের পার্টি ভাঙার ক্ষমতা কারো নেই’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০১৯, ১২:২৫ পিএম

‘জাকের পার্টি ভাঙার ক্ষমতা কারো নেই’

বিশ্ব ফাতেহা শরিফের অনুষ্ঠানে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল। ছবি: সংগৃহীত

জাকের পার্টি এবং বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল বলেছেন, আমাদের ক্ষমতার লোভ নেই। আমরা বিনা স্বার্থে মানবতার জন্য কাজ করি।  তারপরেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। কিন্তু জাকের পার্টি কেউ ভাঙতে পারবে না। এই পার্টি ভাঙার ক্ষমতা কারো নেই।

মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন ঢাকা উদ্যানে বিশ্ব ফাতেহা শরিফের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

১ মে মরহুম পীরের মৃত্যুবার্ষিকীতে প্রতিবছরই আটরশি দরবারের পক্ষ থেকে বিশ্ব ফাতেহা শরিফের আয়োজন করা হয়। শুরু থেকে এ অনুষ্ঠান ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হলেও প্রথমবারের মতো এবার তা ঢাকায় অনুষ্ঠিত হলো।  

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের সেই ধরনের মুসলমান দরকার, যারা প্রকৃত ইসলামে নিহিত মানবতার মূল মর্মবাণী ধারণ করে কল্যাণময় জীবন গঠনে অবদান রাখবে। দেশকে এগিয়ে নেবে। তিনি আরও বলেন, জাকের পার্টির সব নেতাকর্মী প্রেমের বন্ধনে আবদ্ধ। আমাদের আদর্শ ত্যাগের ও ভালোবাসার আদর্শ। জাকের পার্টি মানবতার পার্টি। জাকের পার্টি পবিত্রতার পার্টি।

অনুষ্ঠানে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। ঠিক একইভাবে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে, তাদেরও বাংলার মাটিতে একদিন বিচার হবে।

ফাতেহা শরিফে দেশ-জাতি, মুসলিম উম্মাহ সর্বোপরি শান্তিকামী বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাকের পার্টি আটরশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম