Logo
Logo
×

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল হাসপাতালে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৯:২৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল হাসপাতালে

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে সকালে ১০টার দিকে রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির। তিনি যুগান্তরকে বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে নিউরো সমস্যায় ভুগছেন। বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকালে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধানে ব্যারিস্টার রফিকের চিকিৎসা চলছে। 

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ব্যারিস্টার রফিক দলীয় কর্মসূচিতে অংশ নেন না। স্থায়ী কমিটির বৈঠকগুলোতেও তার উপস্থিতি চোখে পড়ে না। খালেদা জিয়ার প্রথম সরকারের (১৯৯১-৯৬) মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

দুদকের মামলায় ২০১৮ সালের ২০ নভেম্বর তিন বছরের কারাদণ্ড হয় তার। ওই দিনই তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিদা রফিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।

বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম