Logo
Logo
×

রাজনীতি

জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে মন্টু-খশরু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১০:৫৮ এএম

জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে মন্টু-খশরু

ফজলুল হক মন্টু এবং আজম খশরু। ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ফজলুল হক মন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে আজম খশরুর নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগের ১৩তম কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। 

এর আগে সকালে সম্মেলনের প্রথম অধিবেশন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এরপর বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশন বসে। সেখানে সারা দেশ থেকে আগত কাউন্সিলররা সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জনের নাম প্রস্তাব করেন।

শ্রমিক লীগ সভাপতি সম্পাদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম