Logo
Logo
×

রাজনীতি

সুপ্রিমকোর্টের সামনে গাড়ি ভাঙচুর: বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর রিপোর্ট|যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৩ এএম

সুপ্রিমকোর্টের সামনে গাড়ি ভাঙচুর: বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। ছবি-যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দলটির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করা হয়। মামলা নম্বর ৩২।

শাহবাগ থানার ওসি আবুল হাসান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও বেশকিছু গাড়ি ভাঙচুর করে।

এতে কিছু সময়ের জন্য ওই এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।    

বিএনপি মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম