Logo
Logo
×

রাজনীতি

মুক্তিযোদ্ধা উলফাতের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ১০:০৮ এএম

মুক্তিযোদ্ধা উলফাতের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া ও সদ্য গ্রেফতার হওয়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। 

বুধবার দুপুরে রাজধানীর বিজয় নগর হোটেল ৭১’র সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিজয় মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ডা. জাহিদুল কবির, স্বেচ্ছাসেবক দলের নেতা সরদার মো. নূরুজ্জামান প্রমুখ অংশ নেন। 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়া ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩ টার দিকে আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। 

বিএনপি উলফাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম