Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীর কাছে নিজের বিচার চাইলেন সেই ছাত্রলীগ নেতা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৩ এএম

প্রধানমন্ত্রীর কাছে নিজের বিচার চাইলেন সেই ছাত্রলীগ নেতা!

প্রধানমন্ত্রীর কাছে নিজের বিচার চাইলেন সেই ছাত্রলীগ নেতা!

বিভিন্ন বিতর্কিত ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ছাত্রলীগের ৩২ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে ২১ জনকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এবং ১১ জনকে আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। শিগগির শূন্যপদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি।

ওই তালিকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি বরকত হোসেন হাওলাদারও রয়েছেন। তাকে একসময় বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া আরও কিছু অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এদিকে কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়ার পর বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বরকত। সেখানে প্রধানমন্ত্রীর কাছে নিজেকে সন্ত্রাসী হিসেবে পরিচয় দিয়ে নিজের বিচার নিজেই চাইলেন এ ছাত্রলীগ নেতা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি করেছেন, তার একটি ছবিও সংযুক্ত করেন বরকত।

বরকতের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মাথা দিয়ে রক্ত ঝরছে। পেছনে রড হাতে হামলাকারীর ভূমিকায় বরকত। এমন ছবি দিয়ে ছাত্রলীগের বিজ্ঞপ্তিও সংযুক্ত করেছেন তিনি।

ছবি দুটি সংযুক্ত করে স্ট্যাটাসে বরকত লেখেন– ‘ধন্যবাদ, প্রধানমন্ত্রী মমতাময়ী জননী স্নেহময়ী ভগিনী বঙ্গবন্ধুকন্যা বিদ্যানন্দিনী বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমার প্রাণপ্রিয় আপা। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বরকত হোসেন হাওলাদারকে গ্রেপ্তার ও বিচার চাই।’

 

তিনি স্ট্যাটাসটি দেয়ার পর তা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে ছাত্রলীগের অনেক নেতাকর্মী তার পক্ষে অবস্থান নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

ছাত্রলীগকর্মীদের কেউ কেউ লিখেছেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তৎকালীন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে বিতাড়িত করা রাজপথ থেকে ওঠে আসা সেই বরকত হোসেন হাওলাদার ভাই আজ ছাত্রলীগে অনুপ্রবেশকারী! দিনশেষ আজকে আপনার পরিশ্রম সিন্ডিকেটের কালো থাবার কাছে হেরে গেল।

 

বরকত ছাত্রলীগ নেতা টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম