Logo
Logo
×

রাজনীতি

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হতেই বিএনপি প্রার্থী গ্রেফতার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০১:৫০ পিএম

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হতেই বিএনপি প্রার্থী গ্রেফতার

বিএনপিসমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাইজুলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বংশাল থানা বিএনপির সভাপতি। 

বৃহস্পতিবার বিকালে রাজধানীর গোপীবাগে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ওসি মো. শাহীন ফকির যুগান্তরকে বলেন, বিএনপির কাউন্সিলর প্রার্থীকে রিটার্নিং অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  তিনি ওয়ারেন্টভুক্ত আসামিও ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হতেই বিএনপি প্রার্থী গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম