Logo
Logo
×

রাজনীতি

বিএনপিকে আইন পড়ে বুঝতে বললেন আইনমন্ত্রী

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৪ পিএম

বিএনপিকে আইন পড়ে বুঝতে বললেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: যুগান্তর

বিএনপি না বুঝেই সরকারের করা সব আইনকে কালো আইন মনে করে বলে তাদেরকে আইন পড়ে বুঝতে বললেন আইনমন্ত্রী আনিসুল হক। 

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরার্মশ দেন। 

বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ওনারা আইন বুঝুক আর না বুঝুক-যেটাই আমরা করি সেটাই ওনাদের কাছে কালো আইন মনে হয়। আমি ওনাদের বলব- এই আইনটা পড়তে, বুঝতে। তারপর যেন ওনারা মন্তব্য করেন।

প্রসঙ্গত, বিভিন্ন সায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানে জাতীয় সংসদে যে আইন পাস হয়েছে সেটিকে ‘কালো আইন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি আইনমন্ত্রী আনিসুল হক আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম