Logo
Logo
×

রাজনীতি

ভাষার মিশ্রণ ঠেকানোর এখনই সময়: ব্যারিস্টার তাপস

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৯ এএম

ভাষার মিশ্রণ ঠেকানোর এখনই সময়: ব্যারিস্টার তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করব।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, যেভাবে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে অন্যান্য ভাষার মিশ্রণ দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে এখনই সময় ব্যবস্থা নেয়ার। তাই দায়িত্ব নেয়ার পরই সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বৃহস্পতিবার রাতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদায়ী মেয়র সাঈদ খোকন। 

তাপস মেয়র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম