Logo
Logo
×

রাজনীতি

সংসদের বিশেষ অধিবেশন স্থগিত চেয়ে আবেদন বিএনপির এমপি হারুনের

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৬:২৮ এএম

সংসদের বিশেষ অধিবেশন স্থগিত চেয়ে আবেদন বিএনপির এমপি হারুনের

করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জের দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ স্পিকারের কাছে এ আহ্বান জানান।

সংসদ সদস্য হারুন অর রশীদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এ অধিবেশন বাতিল করার আহ্বান জানায় বিএনপি।

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। ১৭৩ দেশে ইতিমধ্যে এটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।

বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম