সংসদের বিশেষ অধিবেশন স্থগিত চেয়ে আবেদন বিএনপির এমপি হারুনের
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৬:২৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জের দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ স্পিকারের কাছে এ আহ্বান জানান।
সংসদ সদস্য হারুন অর রশীদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এ অধিবেশন বাতিল করার আহ্বান জানায় বিএনপি।
প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। ১৭৩ দেশে ইতিমধ্যে এটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।
