Logo
Logo
×

রাজনীতি

বনানীতে স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১১:১৩ এএম

বনানীতে স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 

রোববার বনানী থানা এলাকায় এসব বিতরণ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের সার্বিক তত্ত্বাবধানে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ১০০ পরিবারের মধ্যে এসব বিতরণ করেন থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক চাঁন মিঞা সরদার।

খাদ্য সামগ্ৰীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, দুই কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল ও একটি সাবান।

করোনাভাইরাস খাদ্যসামগ্রী বিএনপি স্বেচ্ছাসেবক দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম