Logo
Logo
×

রাজনীতি

ঢাকা- ৫ আসনের আ’লীগ এমপি হাবিবুর রহমান মোল্লা লাইফ সাপোর্টে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৩:০১ পিএম

ঢাকা- ৫ আসনের আ’লীগ এমপি হাবিবুর রহমান মোল্লা লাইফ সাপোর্টে

হাবিবুর রহমান মোল্লা এমপি। ফাইল ছবি

ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তার পরিবারের একাধিক সদস্য যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্কয়ার হাসপাতালে থাকা হাবিবুর রহমান মোল্লা এমপির একান্ত সহকারী জামাল উদ্দিন জানিয়েছেন, এখন তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউ ২ তে আছেন। লাইফ সাপোর্টে আছেন। শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। যে কোনো সিদ্ধান্ত আসতে পারে।

হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের এই প্রবীণ নেতা রাজনীতির সুদীর্ঘ পথ পরিক্রমায় ছিলেন অকুতোভয় মুজিব সৈনিক। রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পরে বারবার তিনি কারা নির্যাতিত হয়েছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিরহংকারী, সাদামাটা ও অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ।

হাবিবুর রহমান মোল্লা লাইফ সাপোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম