দোহারে নদীভাঙনকবলিত হতদরিদ্রদের সালমা ইসলাম এমপির উপহার
যুগান্তর রিপোর্ট, নবাবগঞ্জ
প্রকাশ: ১৯ মে ২০২০, ০৮:৪১ এএম
ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পর এবার দোহারে নদীভাঙনকবলিত এলাকার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসমাগ্রী উপহার দিলেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
করোনাভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারকে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়।
মঙ্গলবার সকাল থেকে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মাহমুদপুর, নয়াবাড়ি, কুসুমহাটী ও রাইপাড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসমাগ্রী বিতরণ করেন।
উপহারসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, সেমাই, চিনি, পেঁয়াজ ও পোলাওয়ের চাল।
এ সময় সালমা ইসলাম এমপি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দোহারবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও করোনা মহামারী মোকাবেলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, আমি বিগত সময়ে আপনাদের সুখে ও দুঃখে পাশে ছিলাম। আগামী দিনেও আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে পাবেন।
এর আগে গতকাল সোমবার নবাবগঞ্জ উপজেলায় কয়েক হাজার দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেন সালমা ইসলাম এমপি।
উপজেলার বান্দুরা, নয়নশ্রী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, শোল্লা, ও কৈলাইল ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া গত রোববাব একই উপজেলার চুরাইন, গালিমপুর, আগলা, বাহ্রা, বক্সনগর, কলাকোপা, যন্ত্রাইল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ২ হাজার অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেন তিনি।
