কর্মহীনদের মাঝে বিএনপি নেতা বকুলের পক্ষে ঈদসামগ্রী বিতরণ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২০, ০৪:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
করোনা সংকটে পর্যদুস্ত কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর আমতলায় মঙ্গলবার বিকালে এসব উপহার সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম মানিরুল হাসান বাপ্পি।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডসহ শের-এ-বাংলা রোডে কর্মহীন মানুষের মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মনিরুল হাসান বাপ্পী বলেন, দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় বাইরে থাকার পরও নেতাকর্মীদের অর্জিত অর্থ দিয়ে এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে যে বিএনপি জনবান্ধব রাজনৈতিক দল।
আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মিরাজুর রহমান মিরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, মনজুর আরেফিন, সৈয়দ মেসবাহুল হাসান শুভ, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আমির, মেহেদি হাসান, আব্দুস সালাম, মনিরুজ্জামান নয়ন, শাহিন আলম, সজিব শেখ, সাজু হাওলাদার, সাব্বির হোসেন, হোসাইন মাহফুজ, সজিব হাওলাদার, হিরা, তৈয়বুর, সুমন প্রমুখ।
