ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোক
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২০, ১২:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর পাঠানো শোকবার্তায় বঙ্গবীর বলেন, শেখ মো. আবদুল্লাহ তৃণমূল পর্যায়ে গণমানুষের রাজনীতি করা নেতা ছিলেন। নব্বইয়ের দশকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর পক্ষকালব্যাপী কর্মসূচি বাস্তবায়নকালে তিনি আমাদেরকে যে অকুণ্ঠ সহযোগিতা করেছিলেন তা আজও ভুলতে পারিনি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
