Logo
Logo
×

রাজনীতি

ধর্ম অবমাননার মামলার অভিযোগে যা বলছেন ডা. জাফরউল্লাহ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১২:২৮ পিএম

ধর্ম অবমাননার মামলার অভিযোগে যা বলছেন ডা. জাফরউল্লাহ

ডা. জাফরউল্লাহ। ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করা হয়েছে।   

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত-২ এ মামলাটি করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব পার্থ।  বিচারক আবু সালেম মো. নোমান মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী দাবি করেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি এক সমাবেশে সনাতন ধর্ম, ধর্মগ্রন্থ ও হিন্দু ধর্মের প্রবর্তক রামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করেন। এসব মন্তব্য দেশের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীকে আঘাত দিয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার আইনজীবী মিঠুন বিশ্বাস জানান, বিচারক মামলার অভিযোগ তদন্ত করতে সিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেন।

এ বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলিনি। কোনো ধর্মের বিরুদ্ধে আমার বিদ্বেষ নেই। কে বা কারা মামলা করেছে আমি জানি না। তবে এই অভিযোগের জাস্টিফিকেশন আছে বলে আমি মনে করি না। যে কেউ আমার সঙ্গে কথা বলতে চাইলে বলতে পারেন।’
 

ডা. জাফরুল্লাহ ধর্ম অবমাননার মামলা চট্টগ্রাম আদালত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম