মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের খোঁজখবর নিল নারায়ণগঞ্জ জেলা বিএনপি
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৮ এএম
ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের খোঁজখবর নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটি প্রতিনিধিদল।
শনিবার রাতে জেলা বিএনপির সহসভাপতি মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যায়।
সুমনের সঙ্গে আরও ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপাল।
সুমন বলেন, দীর্ঘদিন এ সমস্যার কথা কর্তৃপক্ষকে মসজিদ কমিটি অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নেয়নি বরং ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। আজকে এই হতাহতের দায় কে নেবে। আর কে এর জন্য দায়ী? এর সঠিক বিচার চায় এলাকাবাসী।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হতাহতদের খোঁজ নিতে হাসপাতালে এসেছি। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুচিকিৎসা ও আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সুমন।
