Logo
Logo
×

রাজনীতি

ঘটনাস্থলে ডা. জাফরুল্লাহ চৌধুরী

নারায়ণগঞ্জের ঘটনায় দোষীদের ৭ দিনের মধ্যে বিচার শুরু হওয়া উচিত

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০১ পিএম

নারায়ণগঞ্জের ঘটনায় দোষীদের ৭ দিনের মধ্যে বিচার শুরু হওয়া উচিত

নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: যুগান্তর

নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তিতাস গ্যাসে দোষী কর্মকর্তা-কর্মচারীদের ৭ দিনের মধ্যে বিচার শুরু করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘তিতাসের গ্যাস সম্পর্কে খালি আলোচনা হবে, পরীক্ষা হবে। এসব আজগুবি কথা না বলে যেভাবে মেজর সিনহার ঘটনায় সাত দিনের মধ্যে বিচার শুরু হয়েছে, এটারও সাত দিনের মধ্যে বিচার হওয়া উচিত।’

রোববার দুপুরে তল্লা মসজিদ পরিদর্শন করে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি বলেন, মসজিদ বিস্ফোরণে যারা মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে কমপক্ষে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া প্রয়োজন। আমার কষ্ট লেগেছে এখান থেকে ঢাকা যেতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছে। এই যে কষ্টটা, অকল্পনীয়। আগুনে পোড়ার যে ব্যাথাটা, আপনারা উপলদ্ধি করতে পারবেন না। এখানে যে চিকিৎসা হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। নারায়ণগঞ্জ এত বড় একটা জেলা শহর, উচিত ছিল সঙ্গে সঙ্গে ইনজেকশন দেয়া। তাহলে ব্যাথা থাকত না। এখন ওষুধ বেরিয়েছে অথচ পর্যাপ্ত ওষুধ নেই। যদিও এর দাম খুব বেশি না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের সরকার আরেকটু সতর্ক হলে আরেকটু ব্যবস্থা নিলে মসজিদে বিস্ফোরণে ২৪ জনের জায়গায় অর্ধেক লোক কম মারা যেত। সরকার এটা ঘটায়নি, কিন্তু তাদের ব্যর্থতা। তারা প্রত্যেক সময় অর্ধেক কাজ করে রেখে দেয়।

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় ৬ সেপ্টেম্বর রোববার দুপুর ২টা পর্যন্ত ২৪ জনের মৃত্যু ঘটেছে। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।

নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ তিতাস গ্যাস বিচার ডা. জাফরুল্লাহ চৌধুরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম