ঢাকা ১৮ আসনে নৌকার প্রচারণায় মৎস্যজীবী লীগ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৬:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা- ১৮ আসনের উপ- নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবীব হাসানের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তরের ৫২ ওয়ার্ডের অলি-গলি, দোকানপাট ও বাসাবাড়িতে সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের নেতৃত্বে এ প্রচারণা চালান তারা।
এসময় সংগঠনের নেতাকর্মীরা দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান।
মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকার প্রার্থী হাবীব হাসানকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তিনি বলেন, এদেশে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ই ব্যাপক উন্নয়ন হয়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ হটিয়ে বাংলাদেশকে বিশ্বে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এজন্য নৌকায় ভোট দেয়ার বিকল্প কিছু নেই।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গিয়াস খান, সাজ্জাদুল হক লিকু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শফিক, সদস্য মো. মোশাররফ হোসেনসহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
