Logo
Logo
×

রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৪:১৯ এএম

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বিএনপি মহাসচিবকে।
 
সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল।

চিকিৎসা সিঙ্গাপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম