Logo
Logo
×

রাজনীতি

হেফাজত আমির বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৭:১২ এএম

হেফাজত আমির বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা।

রোববার দুপুরে বাবুনগরীর খাদেম জুনায়েদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে হুজুরের জ্বর হয়েছিল। শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় উনাকে শনিবার সন্ধ্যার পর হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

৬৭ বছর বয়সী বাবুনগরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে বলে জানান খাদেম জুনায়েদ।

বাবুনগরী অসুস্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম