Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন ঢাকা-১৮ আসনের এমপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৮ পিএম

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন ঢাকা-১৮ আসনের এমপি

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব মো. হাবিব হাসান। এ সময় মসজিদ, মাদ্রাসা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রকল্পের অর্থ সংশ্লিষ্টদের হাতে তুলে দেন তিনি।

শনিবার আলহাজ্ব হাবিব হাসানের নিজ বাসভবনে এ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। জানা গেছে, প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন উপহার সামগ্রীর পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় একশত মসজিদে এক লাখ করে টাকা দেয়া হয়। 

প্রধান অতিথির বক্তব্যে  আলহাজ্ব হাবিব হাসান এমপি বলেন, আওয়ামীলীগ সরকার সব সময় জনগণের পাশে ছিল, এখনো আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের অনেক উন্নত দেশের আগেই আমাদের দেশে করোনার ভ্যাক্সিন প্রয়োগ শুরু করতে পেরেছি। এজন্য মহান আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন।

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, দক্ষিণখান থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আবু হানিফ, সাধারণ সম্পাদক এ.কে. এম মাসুদুজ্জামান মিঠু, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী মন্ডল, সাধারণ সম্পাদক মাসুম, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী কাক্কাসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় কাউন্সিলরবৃন্দ। 

সভায় ঢাকা-১৮ আসনের বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

সাংসদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম