Logo
Logo
×

রাজনীতি

আমাদের তরুণ নেতা ভীষণ অসুস্থ: মির্জা ফখরুল 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৪:০৩ এএম

আমাদের তরুণ নেতা ভীষণ অসুস্থ: মির্জা ফখরুল 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দোয়া চান। তিনি বলেন, আমাদের তরুণ নেতা গত নির্বাচনে যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

ইশরাকের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানও। তিনি টেলিফোনে সোমবার যুগান্তরকে বলেন, তিনি রোববার থেকে জ্বরে ভোগছেন।  তিনি ঢাকায় বিভাগীয় সমাবেশের মূল দায়িত্বে ছিলেন।  তার অসুস্থতাসহ সার্বিক বিবেচনায় মঙ্গলবারের সমাবেশ স্থগিত করা হয়েছে।

জানতে চাইলে ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বলেন, ইশরাক হোসেন রোববার রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন। আপাতত বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, রোববার রাতে যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি কারাবন্দি রফিকুল আলম মজনুর বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে গিয়েছিলেন ইশরাক হোসেন।  সেখান থেকে নিজ বাসায় ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন সঙ্গে কাশিও আছে।
 

ঢাকা দক্ষিণ ইশরাক ফখরুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম