‘মির্জা কাদের তো বলছেন, কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী তার ভাবি’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৪:১৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনার ছোটভাই (আবদুল কাদের মির্জা) বলছেন— বেগমগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী আপনি।
কোম্পানীগঞ্জের জন্য দায়ী তার ভাবি; অর্থাৎ আপনার স্ত্রী। এই যে গৃহবিবাদ, সেটিও পত্রিকায় এসেছে।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব, আপনার এলাকায় কী ঘটছে পত্রপত্রিকায় আপনি পড়েন না? আপনার ভাই কি বলছে, আপনার আওয়ামী লীগ নেতারা কী বলছে, আপনি শুনেন না? আপনার ব্যক্তিগত বিষয় তো আপনার ভাই তুলে ধরছে, আপনারাই তুলে ধরছেন। বিএনপির আর কী বলার আছে? বিএনপির শুধু এটুকুই বলার আছে যে, আপনাদের সরকারের চরিত্রটাই একেবারে মাফিয়াদের মতো। ঘরের মধ্যে বসে থেকে ‘জাস্ট ঈশারা’ দিয়ে মানুষ হত্যা করাই আপনাদের সরকারের চরিত্র।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার— আপনি ও আপনার ছোটভাই ওখানে, বিএনপির বলার কী আছে? এটা তো গণমাধ্যম বলছে, সাংবাদিকরা বলছেন। আপনি এখন উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিলে কোনো লাভ হবে না।
