Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে যুবলীগ নেতার রিট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৭:৩২ এএম

খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে যুবলীগ নেতার রিট

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। 

রোববার যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এ রিট দায়ের করেন।

রিট আবেদনে খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট জন্মদিন পালন করেন খালেদা জিয়া।  তার এ জন্মদিন পালন কেন্দ্র করে রাজনীতিতে পক্ষে-বিপক্ষে অবস্থান করছে বিএনপি ও আওয়ামী লীগ।  আওয়ামী লীগ বলছে, খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করছেন।
 

খালেদা জিয়া বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম