Logo
Logo
×

রাজনীতি

‘জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড’

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৩:৫৪ পিএম

‘জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড’

আলোচনা সভায় বক্তব্য রাখছেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: যুগান্তর

নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাষ্টারমাইন্ড। এ কারণেই ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে তিনি বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে রেখেছিলেন।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন। 

নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জাতীয় বাজেট ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অনেক দেশে এখনও করোনা ভ্যাকসিন না পৌঁছালেও ইতোমধ্যে বাংলাদেশের প্রায় ২ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এ সময় তিনি বলেন, দেশের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে, দেশের সকল মানুষ পর্যায়ক্রমে টিকা পাবে।

বোঁচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম নিশান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কাওসার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান কবীর প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বোচাগঞ্জে অধ্যক্ষ আব্দুর রশিদ গণগ্রন্থাগারে মুজিব কর্ণারের উদ্বোধন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বঙ্গবন্ধু জিয়াউর রহমান খালিদ মাহমুদ চৌধুরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম