Logo
Logo
×

রাজনীতি

আ. লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবু নছর আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০৪:৪৯ এএম

আ. লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবু নছর আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ আবু নছর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ৯টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।  তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। 

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আবু নছর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিলেট জেলা জজকোর্টের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্বেও ছিলেন।

রোববার বাদ জোহর হজরত শাহজালাল (র.)-এর দরগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।

আবু নছর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম