Logo
Logo
×

রাজনীতি

দুর্নীতির অভিযোগে নায়ক ফারুকের ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৯:২৩ এএম

দুর্নীতির অভিযোগে নায়ক ফারুকের ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি 

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের ব্যক্তিগত সহকারী মকসুদ আলম শিপনকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বুধবার দুপুরে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ছেলে শরৎ।

তিনি বলেন, বাবার নাম ভাঙিয়ে শিপন দুর্নীতি, আর্থিক অনিয়ম করেছেন।  এতে বাবার সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে শিপনকে বাবার ব্যক্তিগত সহকারীর দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।  তাকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানান শরৎ।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিত্রনায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান শিপনকে বাদ দেওয়ার তথ্য জানান। বিজ্ঞপ্তিতে ফারহানা পাঠান লেখেন, সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের অভিপ্রায় অনুযায়ী তার প্রিভিলেইজভুক্ত ব্যক্তিগত সহকারী কাম-কম্পিউটার অপারেটর মকসুদ আলম শিপনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।  

পদ থেকে অব্যাহিত পাওয়া শিপনের সঙ্গে কোনো যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন ফারহানা পাঠান।
 

অব্যাহতি পিএস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম