Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর বড় মেয়ে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৯ পিএম

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর বড় মেয়ে

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। 

রোববার লন্ডন থেকে ঢাকায় নেমে সরাসরি তিনি গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন বলে বিএনপির একটি সূত্র জানায়।

দীর্ঘ ৮১ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  এসময় প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। 

গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান।
 

খালেদা জিয়া দেখতে ঢাকায় কোকো বড় মেয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম