Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, বিকালে জানাবেন চিকিৎসকরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৬:১০ এএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, বিকালে জানাবেন চিকিৎসকরা

হৃদযন্ত্রের সমস্যায় ১০ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এনজিওগ্রামের পর তার হৃদযন্ত্রে রিং পরানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, তা জানাতে সংবাদ সম্মেলন করবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। 

শুক্রবার বিকাল ৩টায় হাসপাতালের সপ্তম তলায় কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন। বিকাল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

বিএনপির সূত্র বলছে, হার্টে রিং পরানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়। ১৫ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর পর থেকে অবস্থা স্থিতিশীল আছে। 

১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৫ জুন তাকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ১৮ জন সদস্য বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ জন রয়েছেন।  দেশের বাইরের চিকিৎসক আছেন ৯ জন। এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদারে নেতৃত্বে গঠিত হয় এ বোর্ড।
 

খালেদা জিয়া রিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম