Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা মোহনের গ্রেফতারের নিন্দা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৯:১৬ এএম

বিএনপি নেতা মোহনের গ্রেফতারের নিন্দা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনকে বাসা থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এক বিবৃতিতে নেতারা বলেন, দেশে এখন চলছে আওয়ামী বর্বর শাসন। সাধারণ মানুষসহ বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন বর্তমানে খুবই অসুস্থ, তাকে পবিত্র ঈদুল আজহার আগে গ্রেফতার বর্তমান সরকারের নির্মমতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত। মোহাম্মদ মোহন আন্দোলন-সংগ্রামের একজন নির্ভীক সৈনিক। তিনি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই ঈদের প্রাক্কালে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
 

বিএনপি প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম