Logo
Logo
×

রাজনীতি

দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন এলডিপি মহাসচিব রেদোয়ান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৯:২৩ এএম

দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন এলডিপি মহাসচিব রেদোয়ান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে স্থায়ী জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়ার স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে ৭ জুলাই তিনি আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক ১৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

কুমিল্লার চান্দিনা আসন থেকে চারবার নির্বাচিত এমপি ড. রেদোয়ান আহমেদ ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে গত ২০০৭ সালের ১৯ ডিসেম্বর দুই কোটি ৯৫ লাখ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪ কোটি ৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই মামলায় হাইকোর্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের জুলাই মাসে মমতাজ আহমেদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বাতিল করে। স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে মমতাজের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

চলতি বছরের ৯ মে হাইকোর্ট রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে এবং তাকে নিম্ন আদালতের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।   

এলডিপি.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম