Logo
Logo
×

রাজনীতি

‘খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি গুজব’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১০:১৭ এএম

‘খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি গুজব’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন—এমন সংবাদের কোনো ভিত্তি নেই। এটি নিছকই গুজব বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার বিকালে এ বিষয়ে জানতে চাইলে টেলিফোনে তিনি যুগান্তরকে বলেন, উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর ষড়যন্ত্রের অংশ এটি। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকেই বেশ কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রচার হয় যে, খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হতে পারে। খবরে আরও বলা হয়, খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বেড়েছে। এ কারণে তাকে আজই হাসপাতালে নেওয়া হতে পারে।

সংবাদমাধ্যমগুলো খবর প্রচার করলেও বিএনপির দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা, পরিবারের সদস্য কিংবা মেডিকেল টিমের কারও কোনো বক্তব্য উল্লেখ করেনি।  নির্দিষ্ট কোনো সূত্র ছাড়াই খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রচার করে। 
 

খালেদা জিয়া অসুস্থ শায়রুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম