Logo
Logo
×

রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

Icon

পুরান ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১২:৪১ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাটে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন-১৬ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছে। ওখানে জায়গা স্বল্পতার কারণে জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হতে পারে।

এর আগে মন্ত্রী ঢাকা-বরিশাল নৌপথে নবনির্মিত অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি সুন্দরবন-১৬ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 

বিএনপি সমাবেশ অনুমতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম