Logo
Logo
×

রাজনীতি

তাদের হাতে তো রক্তের দাগ, কীভাবে রাষ্ট্র মেরামত করবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১০:০৯ এএম

তাদের হাতে তো রক্তের দাগ, কীভাবে রাষ্ট্র মেরামত করবে?

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপির রাষ্ট্র মেরামত রূপরেখার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে। স্বাধীনতার আদর্শ পদদলিত করেছে। খুনিদের পুরস্কৃত করেছে৷ তাদের হাতে তো রক্তের দাগ। তারা কীভাবে রাষ্ট্র মেরামত করবে? 

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত খাদ্য উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। প্রস্তুতি সভাটি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট থেকে ৩ নভেম্বর  তারা খুনের রাজনীতি শুরু করে। ২১ আগস্ট পর্যন্ত আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করে। আহসান উল্লাহ মাস্টার, শাহ কিবরিয়া, খুলনার মঞ্জুরুল ইমাম, যশোরের শামসুর রহমানসহ সাংবাদিকরাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের হাতে তো রক্তের দাগ।  কাজেই যারা ধ্বংস করে, তারা মেরামত করবে কীভাবে? এটি নতুন কিছু নয়, এটি তাদের স্ট্যান্ডবাজি।  এতে তাদের আন্দোলন জমবে না।  মানুষ বিভ্রান্তও হবে না। 
 

কাদের বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম