Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুলকে আ.লীগে যোগ দিতে বললেন যুবলীগ নেতা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৭:৪২ পিএম

মির্জা ফখরুলকে আ.লীগে যোগ দিতে বললেন যুবলীগ নেতা

বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

বৃহস্পতিবার ৯ মার্চ কক্সবাজারে পাবলিক হল শহীদ দৌলত ময়দানে কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফজলে নাঈম বলেন, বিএনপি থেকে জনগণ খুন-খারাবি ছাড়া কিছুই পায়নি। বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। তাদের জনগণ চায় না। দেশের উন্নয়নের সুফল বিএনপি ভোগ করছে তাই বিএনপির সব নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে মির্জা ফখরুলের উচিত আওয়ামী লীগে যোগ দেওয়া।

শেখ ফজলে নাঈম নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী নির্বাচনের আগে আর ঘরে যাওয়া যাবে না। নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতকে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে সে সব ষড়যন্ত্রকারীদের উৎখাতে যুবলীগকে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে রাজপথে থাকতে হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এছাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সাইফুর রহমান সোহাগ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে শহীদ সুভাষ হলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ৬ জন সভাপতি প্রার্থী আর ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় কমিটি পৌর যুবলীগের কমিটি ঘোষণা করবে বলে জানানো হয়।

কক্সবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম