জনসভায় যোগ দিতে শুক্রবার গাজীপুরে যাচ্ছেন জিএম কাদের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৬:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার গাজীপুরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এছাড়া ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। জনসভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব সিটি কাউন্সিলর মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামিম হায়াদার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খানসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় এবং মহানগর শাখার নেতারা।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মোল্লা উল্লেখিত নেতাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, জাতীয় পার্টি ও পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিনের হাতকে শক্তিশালী ও দলীয় নেতাকর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যে জাতীয় পার্টি গাজীপুর মহানগরের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।
