|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় সেই খুনি বিএনপি-জামাতকে আর কোনো ছাড় নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সোমবার গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এস এম কামাল বলেন, শেখ হাসিনা গোটা বাঙালি জাতির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা। শেখ হাসিনাই বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী না, তিনি এখন বিশ্বনেত্রী, বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা হচ্ছেন মানবিক বিশ্বের প্রধান নেতা।
গাজীপুরের সিটি নির্বাচন নিয়ে এস এম কামাল এই সমাবেশে বলেন, আগামী ২৫ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে এই ষড়যন্ত্রকারী অপশক্তির দাঁতভাঙ্গা জবাব দিবেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. রিনা পারভীন। সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান জহির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাদিউল ইসলাম হাদী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আনিছুর রহমানসহ অনেকে।
